দেশ -পৃথিবী

অমিত শাহের সভায় বন্দুক নিয়ে সমর্থক। উঠলো ‘গোলি মারো’ স্লোগান ।

By Grand Master

March 02, 2020

দিল্লি দাঙ্গার রেশ এখনো কাটেনি। শাহীনবাগ সহ কিছু এলাকায় বন্দুকবাজেরা হামলা চালিয়েছিল সি এ এ বিরোধী আন্দোলন স্থলে।

গতকাল অমিত শাহের সভা ছিল কোলকাতার শহীদ মিনারে।

সেই সভায় কোমরে বন্দুক গুঁজে প্রবেশের চেষ্টা করেন একজন বিজেপি সমর্থক।

পুলিশ তাকে বন্দুকসহ সভাস্থলে যেতে দেয়নি। জানা গেছে ওই বিজেপি সমর্থক সিআরপিএফ’র প্রাক্তন জওয়ান । তার কাছে বন্দুকের লাইসেন্স ছিল । লাইসেন্স তিনি দেখান । তা সত্ত্বেও পুলিশ তাকে সভাস্থলে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে দেয়নি।

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের একটি সভায় স্লোগান উঠেছিল ‘দেশকে গদ্দারোকো গোলি মারো শালো কো’ । ভারতের নির্বাচন কমিশন অনুরাগ ঠাকুরকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেয়।

দিল্লির সি এ এ বিরোধী এবং সমর্থকদের মধ্যে দাঙ্গার রেশ একদম তাজা । এই দাঙ্গা ছড়িয়ে দেবার উসকানিতে ‘গোলি মারো’ স্লোগান অনুঘটকের কাজ করেছে বলে অনেকেরই অভিযোগ।

সেই একই স্লোগান গতকাল উঠলো অমিত শাহের সভায় মিছিল করে আসা বিজেপি সমর্থকদের মধ্য থেকে।