করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে ত্রিপুরা সরকার সারা রাজ্যে লক ডাউন ঘোষণা করলো। রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কাল দুপুর দুইটা থেকে শুরু হবে । চলবে ৩১ শে মার্চ পর্যন্ত। সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
লক ডাউন চলাকালীন কেউ যাতে বাড়ি থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বের না হন , আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন , রাজ্য সরকার লক ডাউনের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে : ১. ৫ লাখ ৮৬ হাজার প্রায়োরিটি গ্রুপ পরিবারকে ১৫ দিনের রেশন বিনামূল্যে দেওয়া হবে। ২. ৩ লাখ ২৫ হাজার ৭৫৩ জন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় এমন শিশুকে ১৫ দিনের খাদ্য বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ৩. ৬৩ হাজার পঞ্চান্ন জন গর্ভবতী মাকে ১৫ দিনের খাদ্য বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ৪. সরকারি কর্মচারীদের জন্য রোস্টার তৈরি হচ্ছে। রোস্টার অনুযায়ী তারা অফিসে কাজ করবেন। ৫. সব ধরণের জরুরী পরিষেবা চালু থাকবে। ৬। কোন বিদেশি নাগরিক যাতে বাড়িতে বা পাড়ায় না আসে সেদিকে নজর রাখতে হবে সবাইকে। ৭. বিউটি পার্লার, গণ পরিবহণ, কাপড়ের দোকান, হোটেল , রেস্টুরেন্ট, বন্ধ থাকবে ।
৮.যে সামগ্রী প্রতিদিন আমাদের লাগে না সেসব দোকান বন্ধ থাকবে।
৯.দুই মাসের অগ্রিম পেনশন দেওয়া হবে সামাজিক পেনশনপ্রাপকদের। ১০. খোলা থাকবে ব্যাঙ্ক, এটিএম, ওষুধের দোকান, ভুষি মালের দোকান সব্জির দোকান, মাছ মাংসের দোকান। ১১.কঠোরভাবে মানা হবে ১৪৪ ধারা।
মুখ্য মন্ত্রী সোশ্যাল ডিস্টেসিং এর ওপর গুরুত্ব দিয়ে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছেন।