প্ৰথম খবর

“আমাদের কোনও নাম নেই। আমাদের একটাই নাম আছে, ১০৩২৩”

By thepongkor

March 22, 2020

 

১০৩২৩ শিক্ষক, যাদের চাকরির চুক্তি শেষ হয়ে যাচ্ছে ৩১ মার্চ। তারপর আর তাদের স্কুলে স্কুলে উপস্থিতির সই করা নেই। শিক্ষামন্ত্রী বলেছেন, সুপ্রিমকোর্টে তাদের অন্য দফতরে নিয়োগের জন্য অনুমতি চাওয়া হবে। অনুমতি আসবে কিনা, কবে আসবে , ইত্যাদি মিলিয়ে শিক্ষকরা শিক্ষামন্ত্রীর কথায় নিশ্চিন্ত নন, তাই শিক্ষা দফতর’র অফিসে এসে ছিলেন। ১৭ মার্চ থেকে লাগাতর আন্দোলন করছেন তারা। পর পর চারদিন গ্রেফতার হয়েছেন শিক্ষকরা। শিক্ষা ভবন ঘিরে রাখা হয়েছিল  নিরাপত্তা বাহিনীর প্রচুর কর্মী দিয়ে। শিক্ষকরা অভিযোগ করেছেন, তাদের সমস্যা সমাধান করার বদলে পুলিশি কাগজ ধরিয়ে দেয়া হচ্ছে।

 

অন্তত তিনজন শিক্ষক পুলিশের কাগজ পেয়েছেন। তাদের নামে মামলা হয়েছে। দু’দিনের মধ্যে থানায় যেতে হবে। পিয়ালি চৌধুরি, ভাস্কর দেব আর ডালিয়া দাস পুলিশের সমন পেয়েছেন বলে খবর। যদিও শোনা যাচ্ছে, আরও অনেকের নামেই অভিযোগ আনা হয়েছে পশ্চিম আগরতলা থানায়। আইন না মানা, ছোঁয়াছে রোগ ছড়ানো, ইত্যাদি অভিযোগ।