বাদ গেল না আসামও। করোনা আতঙ্কের গ্রাসে এবার আসাম।
ভুটানে গিয়েছিলেন একজন মার্কিনি নাগরিক। তার শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। ভুটানে যাওয়ার আগে সেই মার্কিন নাগরিক বেশ কয়েকদিন আসামে ছিলেন । ওই ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে এসেছেন এমন ৪০০ জন ব্যক্তিকে কোয়ারেন্টাইন করা হল আসামে। এভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
আসামের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এখন পর্যন্ত আসামে পাঁচ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। কারোর শরীরেই এই ভাইরাস পাওয়া যায় নি। মার্কিন নাগরিকের সাথে থাকা তার বান্ধবীর শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি ।
মার্কিন নাগরিকের করোনা ভাইরাসে আক্রান্ত হবার কারণে ৪০০ জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে । মার্কিন নাগরিক এমভি মহাবাহু ক্রুজে ভ্রমণ করেছিলেন । এই বিলাসবহুল জাহাজটিকেও কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।