আগরতলায় তরুন আইনজীবী ভাস্কর দেবরায় মারা গেছেন ৭ মার্চ ভোররাতে। হাসপাতালে চিকিৎসা ছাড়াই তিনি মারা গেছেন, অভিযোগ আছে। খুনের অভিযোগও আছে।
ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল। তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। সকালে তিনি গিয়েছিলেন ভাস্করের বাড়িতে, তার মায়ের সাথে কথা বলেছেন।
পুলিশের কাছে এফআইআর করতে গিয়ে নাকানিচোবানি খেয়েছেন ভাস্করের সহকর্মীরা। শেষে তারা আদালতে গেছেন, আদালতের চাপে পুলিশ মামলা নিয়েছে। সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে আইনজীবীদের পর্যন্ত রাস্তায় নেমে মিছিল করতে হয়েছে।ত্রিপুরায় এটা নজিরবিহীন। বছরখানেক আগে নিজের বাড়িতেই খুন হয়েছিলেন এক আইনজীবী এই আগরতলাতেই, পুলিশ এখনও সেই মামলায় চার্জশিট দেয়নি।
ভাস্করের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৮ তারিখেই গেছেন।
ভিডিওঃ অভিজিৎ আগরতলা, ত্রিপুরা