ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ’র জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আঠাশ আসনে মোট ভোটার আট লাখ পঞ্চাশ হাজার দুশো আটত্রিশ জন। পুরুষ ভোটার চার লাখ উনত্রিশ হাজার ছয়শো চুয়াত্তর, এবং মহিলা ভোটার চার লাখ কুড়ি হাজার পাঁচশো একষট্টি জন। অন্যান্য ভোটার তিন। দাবি কিংবা আপত্তি জানানো যাবে ১৭ মার্চ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৬ মার্চ।
সবচেয়ে বেশি ভোটার রয়েছেন কাঁঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে। সেখানে ভোটার চল্লিশ হাজার দুশো ঊন আশি জন। সবচেয়ে কম ভোটার জম্পুইজলা কেন্দ্রে, উনিশ হাজার পাঁচশো ষোল জন। ১৭ মে পর্যন্ত বর্তমান এডিসি প্রশাসনের মেয়াদ।
আগরতলা, ত্রিপুরা