প্ৰথম খবর

করোনা ভাইরাসে দেশে জরুরী অবস্থা প্রায় !

By Master

March 19, 2020

করোনা ভাইরাসে দেশে জরুরী অবস্থা প্রায়। কোনও আন্তর্জাতিক বিমান ২২ মার্চ থেকে একসপ্তাহের জন্য ভারতে নামতে পারবে না, মানে যে সমস্ত বিমানের ভারতে আসার কথা, সেগুলি বন্ধ থাকবে। পয়ষট্টি বছরের বেশি অথবা দশ বছরের কম কেউ যেন ঘঢ়েই থাকেন। ডাক্তার, সরকারি কর্মচারী, তেমন কেউ হলে অন্য কথা।

রোগী, ছাত্র এবং ভিন্নভাবে ক্ষম ছাড়া কাউকে এখন আর ট্রেনে কিংবা বিমানে ভাড়ায় ছাড় দেয়া হবে না। প্রাইভেট সেক্টরে কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন।

কেন্দ্রীয় সরকারের গ্রুপ-বি এবং সি কর্মীরা , সপ্তাহ পালটে পালটে যাবেন, মানে এই এই সপ্তাহে অফিস গেলে, পরের সপ্তাহে যেতে হবে না।

কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাস নিয়ে কথা বলবেন। ( পিআইবি থেকে নেয়া তথ্য )