প্রাণনাশের হুমকি দেয়া হলো কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে।
সিপিআইএমের যুব সংগঠনের কেরালা অফিসে একটি চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে । ‘হুমকি’ চিঠিতে বলা হয়েছে একই সাথে হত্যা করা হবে কেরালার সিপিআইএম’র যুব সংগঠনের সভাপতি এ রহিমকেও।
এ রহিম জানিয়েছেন যে চিঠিতে বলা হয়েছে যদি তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার বিভিন্ন কার্যকলাপের সমালোচনা বন্ধ না করেন তাহলে তার নিজের বাড়িতে তাকে হত্যা করা হবে। এই চিঠিতেই মুখ্যমন্ত্রী বিজয়নকে হত্যার হুমকিও দেয়া হয়েছে।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই একটি রাজনৈতিক দল এবং ইসলামী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সাথে যুক্ত।
২০০৯ সালে রাজনৈতিক দলটির প্রতিষ্ঠিত হয়। কেরালায় বিভিন্ন সময়ে সিপিআইএম কর্মীদের ওপর আক্রমণ এবং হত্যার অভিযোগ আছে এস ডি পি আই এর বিরুদ্ধে।
মাত্র কয়েক বছর আগেই কেরালা সিপিআইএম’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এই দলটি ভারতে আইসিসের মতোই একটি উগ্রবাদী সংগঠন।