চাকরি বাঁচানোর দাবিতে আন্দোলনে ত্রিপুরার শিক্ষকরা। কয়েকদিন ধরেই ত্রিপুরার রাজধানী আগরতলায় চলছে একের পর এক সংগঠনের শিক্ষক আন্দোলন। ১০৩২৩ নামে এই শিক্ষকরা পরিচতি। এই শিক্ষকদের এখন পর্যন্ত তিনটি আলাদা সংগঠন রয়েছে। প্রায় সবগুলি সংগঠনই আন্দোলনমুখী। আজ অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন নামে একটি সংগঠন ডেপুটেশন দেবার কথা ছিল। তারা শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেবেন বলে আগেই জানিয়েছিল। রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনে যাবেন শিক্ষকরা। এমনই ঘোষণা ছিল। কিন্তু করোনা ভাইরাস আটকাতে আগেই সারা রাজ্যে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছিল সরকার। সকালে শিক্ষকদের গ্রুপটি রবীন্দ্র ভবনের সামনে জড়ো হতেই তাদের জমায়েত অবৈধ ঘোষণা করে প্রশাসন। শিক্ষকদের নিয়ে যাওয়া হয় শিশু উদ্যানের অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে। এই সংগঠনের নেতা প্রদীপ বণিক বলেছেন, প্রশাসন তাদের মিছিল করার অনুমতি দেয়নি। তারা চেষ্টা করছেন প্রতিনিধি পাঠিয়ে ডেপুটেশন দেয়া যায় কিনা। ‘আমরা ১০৩২৩’ এবং অল ত্রিপুরা ১০৩২৩ এড-হক টিচার্স এবং কর্মচারী সংগঠন নামে দুটি সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদেরও পুলিশ গ্রেফতার করেছিল। আগরতলা, ত্রিপুরা