প্ৰথম খবর

জিবিপি হাসপাতালে বাচ্চাদের কানে যন্ত্র বসানোর ঘোষণা

By thepongkor

March 12, 2020

ত্রিপুরার সবচেয়ে বড় হাসপাতাল জিবিপি হাসপাতালে বাচ্চাদের কানে যন্ত্র বসিয়ে ,তাদের কানে শোনা ও কথা বলার  চিকিৎসা শুরুর ঘোষণা হয়েছে। ত্রিপুরার বাইরের একজন সার্জন এসে একটি অপারেসন করেছেন। জিবিপি হাসপাতালের দুই ডাক্তার ছিলেন তার সহায়ক। এভাবে ৫০ অপারেসন করলে নাকি জবিপি হাসপাতালের ডাক্তারা নিজেরাই এটি করতে পারবেন।

যাদের হিয়ারিং এইড দিয়েও কিছু হয় না , তাদের জন্যই এই অপারেসন, নাম ককলিয়ার ইমপ্ল্যান্ট । এক থেকে পাঁচ বছরের মধ্যে করতে হয়।

এখানে ন্যাশনাল হেলথ মিসন’র অন্তর্গত  প্রকল্পে এই  চিকিৎসা। একটি বাচ্চার অপারেসন হয়েছে, তার পরিবারকে কোনও টাকা দিতে হয়নি। যারা  কোনও প্রকল্পের আওতায় আসেন না, তাদের অপারেসন এখনই এখানে হবে কিনা, জানা যায়নি ।  খরচ  বলা হয়েছে, ছয় থেকে নয় লাখ পর্যন্ত, তাছাড়া সার্জনের ফি ।