ত্রিপুরার থানাগুলিতে অভিযোগ নেয়া হয় না এখন। এই অভিযোগ কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিকের। আজ বিকালে তিনি সংবাদ সম্মেলন করেন। সেখানে অভিযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য এবং পুলিশ দপ্তর রয়েছে। এই দুটি দপ্তর নিয়েই অভিযোগ বেশি। সরকার উন্নয়নের কথা বলছে। সরকার যদি উন্ন্যন নিয়ে এত নিশ্চিত হন তাহলে বিরোধীদলগুলিকে মাঠে নামতে দেয়া হচ্ছে না কেন? প্রশ্ন হরেকৃষ্ণ ভৌমিকের। ১০৩২৩ শিক্ষকদের স্থায়ী স্মাধানের প্রশ্নেও এদিন দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। ভিডিওঃ অভিজিৎ আগরতলা, ত্রিপুরা