প্ৰথম খবর

ত্রিপুরার ১০৩২৩ শিক্ষকরা চাইছেন, এখন অন্তত তিন মাস চুক্তি বাড়ুক

By thepongkor

March 24, 2020

ত্রিপুরার ১০৩২৩ শিক্ষকরা চাইছেন, এখন করোনা ভাইরাস সংক্রমণ’র সময়ে অন্তত তিনমাসের জন্য তাদের চাকিরর চুক্তি বাড়ানো হয়।

তারা নিজেরা সুপ্রিম কোর্টে এই আবেদন করছেন, পাশাপাশি সরকারও যদি একই জিনিস চায়, তবে তা হয়ে যেতে পারেন বলে মনে করছেন তারা।

সরকার যেন তিনমাসের কথা সুপ্রিম কোর্টকে বলে, তার জন্য তারা দেখা করেছেন শিক্ষাদফতরের সচিব’র সাথে, শিক্ষা অধিকর্তা’র সাথে। মুখ্যসচিব সময় দেননি।

শ্রম মন্ত্রক দিন চারেক আগে  চিঠি দিয়েছে প্রত্যেক রাজ্যকে , যেন এই অস্বাভাবিক পরিস্থিতিতে সরকারি বা বেসরকারি জায়গায় কোনও কর্মীকে ছাঁটাই না করা হয়, বিশেষত ক্যাজুয়াল এবং কন্ট্রাক্টচ্যুয়াল কর্মীদের । কেউ ছুটি নিলে যেন সেটা তিনি ডিউটিতেই আছেন বলে ধরা হয়। যদি করোনা ভাইরাস’র কারণে কাজের জায়গা বন্ধ রাখতে হয়, তবে যেন কর্মীদের কাজে আছেন বলে মেনেই বেতন দেয়া হয়।