প্ৰথম খবর

ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি সরকারের দুই বছর পূর্তির দিনেই শরিকী মারামারির অভিযোগ !

By Master

March 10, 2020

গতকাল রাতে শাসক দলের দুই শরীকের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনা দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায়।

সাব্রুমের বিষ্ণুপুর এডিসি ভিলেজে আইপিএফটি’র একটি সভা ছিল। সেই সভাতেই দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। আইপিএফটি’র নয়জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন মনুবনকুল প্রাথমিক হাসপাতালে ভর্তি আছেন। আইপিএফটি’র নেতা কর্মীরা অভিযোগ করেছেন সভাতে বিজেপি’র লোকজন হমালা চালিয়েছে।

বিজেপির তরফে কোন বক্তব্য জানা যায় নি।

সাব্রুম থানায় মামলা হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে।

বিজেপি এবং আইপিএফটি মিলে সরকার চালাচ্ছে ত্রিপুরাতে। গতকাল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান গেছে। রবীন্দ্রভবনে সেই অনুষ্ঠানে অবশ্য আইপিএফটি’র কোনও নেতা-মন্ত্রী-বিধায়ককে দেখা যায়নি। ছাপানো নিমন্ত্রণ চিঠিতে তাদের কারও নামই ছিল না। কোনও জনজাতি প্রতিনিধিও না। আগরতলা, ত্রিপুরা