প্ৰথম খবর

ত্রিপুরা সরকার’র এসপিএল খারিজ সুপ্রিম কোর্টে

By Master

March 05, 2020

ত্রিপুরা সরকার’র এসপিএল খারিজ সুপ্রিম কোর্টে গোমতী জেলায় পাব্লিক প্রসিকিউটর নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরাকারের সুপ্রিমকোর্টে করা স্পেশাল লিভ পিটিসন খারিজ হয়ে গেছে। খবরটি দিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। পাঁচজন অ্যাসিস্টেন্ট পাব্লিক প্রসিকিউটর নিয়োগে অনিয়ম হয়েছে, মামলা করেছিলেন আইনজীবী বাপি দে এবং জয়েশ দে। গোমতী জেলা সদর উদয়পুরের একটি আদালতে। বিষয়টি ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত এসেছিল। রায়ে সরকার পক্ষ হেরে যায়।

এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লীভ পিটিসন করেছিল রাজ্য সরকার। আজ সেই এসএলপি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে, ত্রিপুরা হাইকোর্ট যে যুক্তি দেখিয়ে রায়টি দিয়েছে, তাতে হাত দেয়ার কোনও সুযোগ নেই। আইনের জয় হয়েছে। সরকার খেয়ালখুশি মতো যা কিছু করতে পারে না এটা প্রমানিত হয়েছে, মন্তব্য করেছেন পুরুষোত্তম। ভিডিওঃ অভিজিৎ আগরতলা, ত্রিপুরা