দেশ -পৃথিবী

দিল্লিতে আক্রান্ত অধীর চৌধুরীর সরকারি আবাসন

By Grand Master

March 03, 2020

লোকসভার কংগ্রেস নেতা সংসদ অধীর রঞ্জন চৌধুরীর সরকারি আবাসন আক্রান্ত। ঘটনা আজ সন্ধ্যেবেলার ।

দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর করে। বাড়ির সরকারি নিরাপত্তা রক্ষীদেরও মারধোর করা হয় বলে অভিযোগ ।

সাংসদ তখন লোকসভায় ছিলেন।

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তার মতে এই ঘটনা কাপুরুষতার নিদর্শন । অধীর চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন তিনি ।

গত কয়েকদিন লোকসভায় কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব হয়ে উঠেছিলেন অধীর চৌধুরী।

দিল্লি দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রীয় সরকার , এই বক্তব্যকে সামনে এনে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ দাবি করেছেন কংগ্রেসের সাংসদরা।

এইরকম এক পরিস্থিতিতে কংগ্রেস নেতার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটল।

একজন সাংসদের সরকারি বাড়িতে আক্রমণের ঘটনায় স্বভাবতই উত্তেজনার সৃষ্টি হয়েছে।

দিল্লি পুলিশ বিষয়টির তদন্ত করছে বলে জানা গেছে।