কংগ্রেসের প্রতিনিধিরা আজ তেগ বাহাদুর হাসপাতালে দিল্লী দাঙ্গায় চিকিৎসারত আহতদের সাথে দেখা করেন।
কথা বলেন মৃত ব্যক্তিদের পরিজনদের সাথেও।
দাঙ্গায় মৃত পরিবারের অনেককেই মর্গ থেকে দেহ দেওয়া হয় নি। সব দেহের এখনো পোস্ট মর্টেম শেষ হয় নি । পরিবার গুলোর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেও লাভ হচ্ছে না । কংগ্রেস প্রতিনিধি দলের বক্তব্য এরকমই ।
দিল্লীর দাঙ্গা আক্রান্ত অন্যান্য এলাকাও পরিদর্শন করবে প্রতিনিধি দল। এই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দলের পক্ষ থেকে একটি বিশেষ রিপোর্ট তৈরি করা হবে। রিপোর্ট দেওয়া হবে দলের অন্তর্বর্তী কালীন সভাপতি সোনিয়া গান্ধীর কাছে। দল এরপর আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঠিক করবে।
দুদিন আগেই কংগ্রেসের প্রতিনিধি দল দেশের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির কাছে দাবি সনদ জমা দেওয়া হয়। রাষ্ট্রপতিকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে দিল্লীর দাঙ্গা ছড়িয়ে পড়ার পেছনে দায়ি কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লী রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা।
কংগ্রেস দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করে।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে দিল্লীতে সি এ এ বিরোধী এবং সি এ এ সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল।
হিংসার পরিস্থিতি দাঙ্গার চেহারা নেয়। দুইজন পুলিশ কর্মী নিহত হন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ জন। সরকারী তথ্য অনুযায়ী চিকিৎসা চলছে ২০০ জনের। বেসরকারী মতে আহতের সংখ্যা ৫০০’রও বেশী।
উত্তর পূর্ব দিল্লীতে জারি হয়েছিল কারফিউ , ১৪৪ ধারা। আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকরাও। গুলিবিদ্ধ হয়েছিলেন একজন সাংবাদিক।