খেলা ও কথা

পিছিয়েই দিতে হল অলিম্পিক

By thepongkor

March 25, 2020

পিছিয়েই দিতে হল অলিম্পিক। এক বছরের জন্য পিছিয়ে দেয়া হল ২০২০ টোকিও অলিম্পিক। করোনার ভয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’কে নিতে হয়েছে এই সিদ্ধান্ত। আইওসি-র সভাপতি থমাস বাখের এই ঘোষণা দিয়েছেন। ২৪ জুলাই অলিম্পিক শুরু হবার কথা ছিল জাপানের রাজধানী টোকিওতে। বেশ কিছু দেশ আগেই অলিম্পিক পিছিয়ে দেবার দাবি এবং আবেদন করেছিল আইওসি-র কাছে। কিন্তু রাজি হচ্ছিলেন না জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে । কারণ এতে জাপানের বড় ধরনের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা। শেষ পর্যন্ত মানতে হয়েছে শিঞ্জো আবেকে। এই প্রথমবার পিছিয়ে দেয়া হল। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের জন্য ১৯৪০ এবং ১৯৪৪, দু’বারই বাতিল করা হয় অলিম্পিক। ১৯৪৮ সালে লন্ডনের অলিম্পিক দিয়ে  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার শুরু হয়। তার আগে শেষবার ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক।  সেই লন্ডন অলিম্পিক থেকে প্রতি  চার বছর অন্তর নিয়ম মেনেই অলিম্পিক আয়োজিত হয়েছে। বিশ্বের সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক হবে ২০২১ সালে। গ্রীষ্মকালে। এক বছর পিছিয়ে দেওয়া হলেও, এই প্রতিযোগিতার নাম ‘টোকিও অলিম্পিক ২০২০’ থাকবে, জনিয়েছে আইওসি।