প্ৰথম খবর

মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই ত্রিপুরায় ! কী করে এলেন, জানেন না !

By Master

March 01, 2020

https://www.facebook.com/thepluralcolumn/videos/646584242807750/

 

মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই !

যুবকের নাম অমিত গাইকোয়াড়। নিজেকে মধ্যপ্রদেশের গ্রামোন্নয়ন মন্ত্রীর ছোট ভাই বলে পরিচয় দিচ্ছে্ন। কীভাবে এলেন আগরতলায়, বলতে পারছেন না। সে নিজেকে আগরতলার একটি হোটেলে পেয়েছেন, কীভাবে ! জানেন না, বলছেন অমিত। https://cutt.ly/mr6ryBw আমতলি থানার পুলিশ তাকে ধরেছে আগরতলা রেলস্টেশণে। মধ্যপ্রদেশের পুলিশের ফোনে ত্রিপুরা পুলিশ পেয়েছে তার হদিস। মধ্যপ্রদেশের মাধব নগরের পুলিশ এসে তাকে নিয়ে গেছে। জানাচ্ছেন আমতলি থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর কর।

আগরতলা, ত্রিপুরা