প্ৰথম খবর

মনিপুরে উত্তরপূর্বের প্রথম করোনাক্রান্ত। তার ফ্লাইট কি আগরতলা হয়ে গেল?

By Master

March 24, 2020

উত্তরপূর্ব ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত, নিশ্চিত করেছে মণিপুর। সকালেই মণিপুরের তেইশ বছরের এক মেয়ের শরীরে করোনা ভাইরাস পাওয়ার বিষয়ে মণিপুর স্বাস্থ্য দফতর বিবৃতি দিয়েছে। ভারতে এই সংখ্য এখন ৫১০ জন।

২৩ তারিখ তার রক্ত নেয়া হয়েছিল। আজ সকালেই তার রক্ত পরীক্ষার রিপোর্ট আসে। ধরা পড়েছে, তিনি করোনাক্রান্ত। ইম্ফলের জহরলাল নেহেরু ইনিস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হস্পিটালে এখন ভর্তি আছেন। অবস্থা স্থিতিশীল।

মেয়েটি ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়েন। মার্চের ১৯ তারিখ ব্রিস্টল থেকে ভারতে আসেন। তিনি ২১ মার্চ  ইম্ফলে পৌঁছান। তার ফ্লাইট আগরতলা হয়ে ইম্ফলে গেছে বলে ইম্ফলের একটি সূত্র দাবি করেছে।

তাই যদি হয়, তবে সেদিন আগরতলায় এবং ইম্ফলে কতজন নেমেছেন, কেউ তার কাছাকাছি ছিলেন কিনা, অথাবা ওই ফ্লাইটের বিমান কর্মী কারা ছিলেন, এবং এই সবাই নিরাপদ আছেন কিনা, সেসব খোঁজ-খবরের বিষয় এসে গেল। এয়ারপোর্টে কার সংস্পর্শে এসেছেন, ইত্যাদিও জরুরি হয়ে দাঁড়াচ্ছে।

তার ভাই আটলান্টাতে থাকেন। তিনিও একই দিনে দিল্লিতে আসেন, কলকাতায় হোম কোয়ারান্টাইনে আছেন।

মণিপুরে লকডাউনের ঘোষণা হয়েছে।

আগরতলা, ত্রিপুরা