দেশ -পৃথিবী

মার্চে হবে না ব্যাঙ্ক ধর্মঘট

By Grand Master

March 01, 2020

মার্চে হবে না ব্যাঙ্ক ধর্মঘট। সবার জন্যই আপাতত স্বস্তি।

ব্যাঙ্কের কর্মচারী সংগঠন গুলো মার্চ মাসে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল । এই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সংগঠন গুলো।

আগামী ১লা এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ডাকা ব্যাঙ্ক ধর্মঘট ও হচ্ছে না ।

ইন্ডিয়ান ব্যাঙ্ক এসোসিয়েশনের সাথে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত জানিয়েছে ব্যাঙ্ক কর্মচরিদের সংগঠন।

বেতন বৃদ্ধিই ছিল প্রধান দাবি। এর সাথে যুক্ত হয়েছিল সপ্তাহে পাঁচ দিনের কাজ সহ অন্যান্য আরও কিছু দাবি। ব্যাঙ্কের কর্মচারি সংগঠন গুলোর দাবি ছিল ১৫% বেতন বৃদ্ধি করা ।

ইন্ডিয়ান ব্যাঙ্ক এসোসিয়েশনের সাথে বৈঠকে এসোসিয়েশন ১৩.৫% বেতন বৃদ্ধিতে প্রাথমিক ভাবে সম্মতি জানায় । এর আগে ১২.৫% বেতন বৃদ্ধি করতে এসোসিয়েশন প্রস্তুত বলে জানিয়েছিল। কর্মচারি সংগঠনের সদস্যরা নিজেদের দাবিতে অনড় ছিল। তারা স্পষ্ট জানিয়ে দেয় ১৩.৫% বেতন বৃদ্ধি মানা সম্ভব না । শেষ পর্যন্ত দাবি মেনে নেয় এসোসিয়েশন।

বাকি দাবি গুলির ক্ষেত্রে পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এসোসিয়েশন জানায়। কর্মচারিদের সংগঠন সার্বিক অবস্থা বিবেচনা করে প্রস্তাব মেনে নেয় ।