প্ৰথম খবর

শিক্ষক আন্দোলনের ছবি তোলায় আপত্তি !

By Master

March 18, 2020

 

 

 

ত্রিপুরার রাজধানী আগরতলা কয়েকদিন ধরেই শিক্ষক আন্দোলনে ব্যস্ত। করোনা ভাইরাস-র জন্য ১৪৪ ধারা জারি হয়েছে, পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। শিক্ষকরা এই ধারা জারির আগেই আন্দোলনে বসেছিলেন, এবং চালিয়ে যাচ্ছেন। গতকাল শিক্ষকরা গ্রেফতার হয়েছিলেন। আজও। সিটি সেন্টার এখন এই আন্দোলনের এপি-সেন্টার। শিক্ষকদের দফায় দফায় গ্রেফতার করা হচ্ছে। পথ চলতি মানুষ ছবি তুলছেন। পুলিশ তাতে নারাজ। কেউ পুলিশকে প্রশ্ন করছেন, ছবি তোলায় ‘না’ আছে কিনা! একজনকে পুলিশ গাড়িতে তুলে দেন। তিনি পকেট থেকে পুর নিগমের ট্যাক্সের বই বের করে দেখাচ্ছেন বার বার। পুলিশ বলছেন, তাহলে ছবি তোলা কেন! জানালা দিয়ে তিনি বই বের করে ধরে আছেন, ক্যামেরায় দেখা গেছে।