প্ৰথম খবর

হাতি মারল একজনকে

By thepongkor

March 21, 2020

ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক জনের। তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে   সকালে।  গণেশ বিশ্বাস   লাকড়ির  খোঁজে  আরও কয়েকজনের সাথে  জঙ্গলে গিয়েছিলেন।  তারা এক টি জংলী হাতির সামনে পড়েন।  গণেশ বিশ্বাসকে শুঁড়ে তুলে  খাদে ছুঁড়ে মারে হাতি। অন্যরা পালিয়ে এসে খবর দেন  বনদপ্তরে। তারা এসে গণেশ বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে যান তেলিয়ামুড়া হাসপাতালে। চিকিৎসকরা জানান,  তিনি মৃত।

 

ছবিঃ প্রতিকী ( উইকি থেকে নেয়া )

( আগরতলা,ত্রিপুরা)