প্ৰথম খবর

২০ মার্চের মধ্যেই সমস্যার সমাধান হচ্ছে। ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের দাবি।

By Grand Master

March 16, 2020

২০ মার্চের মধ্যেই শিক্ষকদের সমস্যার সমাধান হবে। বলছেন প্রদীপ বণিক।

১০৩২৩ শিক্ষকদের একটি গ্রুপ ১৯ মার্চ ডেপুটেশন দেবে শিক্ষা অধিকর্তার কাছে।

অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন দেবে ডেপুটেশন। এই সংগঠনের নেতা প্রদীপ বণিক জানিয়েছেন ১৯ তারিখ রবীন্দ্র ভবনের সামনে থেকে শিক্ষকরা মিছিল করবেন। তারপর যাবেন শিক্ষা অধিকর্তার কাছে।

আজ সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই সংগঠন। সেখানে প্রদীপ বণিক বলেন, ২০ তারিখের মধ্যেই সরকার তাদের সমস্যা সমাধান করবে বলে আশা করছেন। ২০ তারিখ বিধানসভা অধিবেশন শুরু হবে। তাদের আশা সেখানেই কিছু একটা ঘোষণা হতে পারে।

প্রদীপ বণিক বলেছেন, তারা এই সরকার আনার জন্য কাজ সক্রিয় ছিলেন।

এই সংগঠনের আরেক নেতা অরবিন্দ শর্মা বলেন, বিজেপি ভিশন ডকুমেন্টে তাদের সমস্যা স্থায়ী সমাধানের কথা বলেছিল। চাকরি দেবার কথা বলেছিল। এখন তারা তাদের প্রতিশ্রুতি রাখবেন বলেই তিনি মনে করছেন।