প্ৰথম খবর

ত্রিপুরায় উপজাতি জেলা পরিষদ নির্বাচনঃ ভোটের নানারকম জোটের শুরু

By Master

March 02, 2020

নতুন জোট গঠন হল ত্রিপুরাতে। তিপ্রাল্যান্ড স্টেট পার্টি (টিএসপি) এবং আইপিএফটি-তিপ্রাহা মিলে গঠন করেছে ইউনাইটেড প্রোগ্রেসিভ রিজিওন্যাল এলায়েন্স (ইউপিআরএ)।আগরতলা প্রেসক্লাবে দুই দলের নেতারা এই জোটের ঘোষণা দিয়েছেন। টিএসপি সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা বলেছেন, এই জোটে অন্য দলগুলিও স্বাগত। দুই দলের এই জোটের মূল ভিত্তি হচ্ছে তিপ্রাল্যান্ড গঠন। ত্রিপুরার এডিসি এলাকা নিয়ে পৃথক রাজ্য বা তিপ্রাল্যান্ড গঠন। পাশাপাশি সিএএ এবং এনআরসি নিয়েও এই দুই রাজনৈতিক দল আন্দোলন করছে। অন্য রাজনৈতিক দলকেও এই জোটে আহ্বান করেন তিনি। আসন্ন এডিসি ভোটে দুই দল একসঙ্গে লড়বে। জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। ত্রিপুরাতে এগিয়ে এসেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। নির্বাচন কাছে আসতেই পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে।

ভিডিওঃ অভিজিৎ আগরতলা, ত্রিপুরা