ভারতীয় সিনেমার রোমান্টিক নায়ক ঋষি কাপুর প্রয়াত। হাম তুম এক কামড়ে মে বন্দ হ্যা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ববি সিনেমার সেই গান আজো সমান জনপ্রিয় এই দেশে। মিষ্টি প্রেমের গল্প নিয়ে রাজ কাপুর তৈরি করেছিলেন ববি। ২১ এর ঋষি এবং ১৬ বছরের ডিম্পল কাপাডিয়া ঝড় তুলেছিল বক্স অফিসে। সেই রোমান্টিক চরিত্রটাই যেন ট্রেড মার্ক হয়ে গেল ঋষির জীবনে। দীর্ঘ সিনেমা জীবনে বক্স অফিসে যে ছবিগুলি তার হিট হয়েছে তার সবকটিই ‘লাভ স্টোরি’। ববির পর, লায়লা মজনু, সরগম, কর্জ, প্রেমরোগ, রফুচক্কর, চান্দনি, দিওনা, আজুবা, বোল রাধা বোল, হানিমুন সবকটিই এক ধারার ছবিই। সেই রোমান্টিক অভিনেতাকেই হারাল ভারতীয় সিনেমা বৃহস্পতিবার। বুধবার মারা গিয়েছিলেন চরিত্রভিনেতা ইরফান খান। তার পেছনেই মারা গেলেন ববির টিন এজ লাভ স্টোরির রাজ।
তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ২০১৮ সাল থেকে ক্যানসারের চিকিত্সা চলছিল ঋষি কাপুরের। অনেকদিন নিউ ইয়র্কে চিকিৎসা করেছেন। গত বছর সেপ্টেম্বর মাসে ফিরে আসেন ভারতে । মোটামুটি সুস্থই ছিলেন । গতকাল ফের অবস্থার অবনতি হতেই তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি । তার বড়ভাই রণধীর কাপুর বৃহস্পতিবার জানিয়েছেন ঋষি কাপুরের মৃত্যুর কথা।
ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্ত্রী নীতু সিং। ১৯৫২-র ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম তাঁর । ভারতীয় সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা বিখ্যাত কাপুর পরিবারে। পুরো নাম ঋষি রাজ কাপুর । বাবা রাজ কাপুর আর মা কৃষ্ণা রাজ কাপুর। দাদু পৃথ্বীরাজ কাপুর । ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন নিতু সিংকে । জন্ম হয় দুই ছেলে মেযে ঋদ্ধিমা আর রণবীর কাপুরের ।
জীবনের প্রথম দিকে রোমান্টিক নায়ক হিসাবে অভিনয় করলেও পরে সরে আসেন স্পোর্টিং রোলে।
ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত সিনেমা জগত।