প্ৰথম খবর

ঘুড়িরা উড়িছে হালকা বায়

By thepongkor

April 27, 2020

শীত নয় এখন, শরৎ-র শেষও না। লকডাউনের আকাশ ভরেছে ঘুড়িতে। সময় কাটাতে বাড়ির উঠান , ছাদ থেকে ছুটছে ‘পঙ্খিরাজ’ বা ‘কাউট্টা’ । জাঁহাবাজ ‘দোবাজ’ও। বহুদিন পর হাত খুলেছেন ‘বাপিদা’ শুভ্রজ্যোতি দেবনাথ। ছোটদের কথা রাখতে গিয়ে আচমকাই নিজের ছোটবেলায় ফিরে গেছেন। ঘুড়ি আবার তাকে পেয়ে বসেছে। ছকাছক হাত চলছে, উড়ছে ঘুড়ি। অবশ্যই এটি শহুরে মানুষের ছবি। ত্রিপুরার রাজধানী আগরতলার এই ছবি নিশ্চয়ই একদিন সব বাড়ির হবে, নুনের প্যাকেটের সাথে ঘুড়ি, হিসাবে নিশ্চিন্তে কুলিয়ে যাবে রঙসুতাও। ক্যামেরাঃ অভি ______________________________________________________________________________________________ চারটি ক্লিপ ও একটি অডিও’র জন্য ঋণ স্বীকার ও কৃতজ্ঞতাঃ https://www.videvo.net/video/boys-flying-a-kite-on-a-beach/7624/ Author: Videvo https://www.videvo.net/video/tall-grass-blowing-in-the-wind/4908/ Author: Zotras Gujarat Tourism , Kite Festival , 2012 ICT Division, Digital Content BRAC, Bangladeshangladesh