চলে গেলেন ইরফান খান। আজ সকালে । বয়স হয়েছিল তিপ্পান্ন।
সিনেমার পর্দায় অভিনেতা ইরফান তো বেশি কথা বলতেন না। ইরফানের থেকে বেশি কথা বলতো তাঁর সেই চোখ আর টোটাল প্রেসেন্স। শেষ বারের মত চোখও বুজলেন ইরফান। আর কথাও বলবেন না ।
২০১৮ থেকেই ভুগছিলেন বিরল ক্যান্সারে। ভেঙে পড়েন নি । লড়াই চালিয়ে যাচ্ছিলেন। প্রায় বছর খানেক বিদেশে চিকিৎসা করিয়ে সুস্থ্যও হয়ে ওঠেন।ফিরে এসেছিলেন পর্দায়। রিলিজ হয়েছিল ‘আংরেজি মিডিয়াম’। অনেক প্রত্যাশা ছিল ইরফানের ছবিটি নিয়ে। লক ডাউনের জেরে আর সেভাবে থিয়েটারে মুক্তি পায় নি ছবিটি।
মাত্র তিনদিন আগেই মা’কে হারিয়েছিলেন ইরফান। অসুস্থ্যতার জন্য মায়ের শেষ কৃত্যেও উপস্থিত থাকতে পারেন নি ।
কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিলো না । গতকালই ভর্তি হন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে সংক্রমণ নিয়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়াতে আই সি ইউতে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।
সালাম বোম্বে দিয়ে যাত্রা শুরু করেছিলেন ইরফান । অভিনয় করেছেন আমেরিকা এবং ব্রিটেনের ছবিতেও। জুটেছে অনেক পুরস্কার। পদ্মশ্রীও পেয়েছেন ।
ভাল ক্রিকেট খেলতেন। রাজস্থানের হয়ে সি কে নাইডু ট্রফিতে খেলার জন্য নির্বাচিতও হয়েছিলেন। আজ জীবনের সাথে খেলায় শেষবারের মত হেরে গেলেন।
শোকস্তব্ধ সাংস্কৃতিক জগত।