প্ৰথম খবর

চিকিৎসায় যাওয়া রোগীরা দক্ষিণ ভারত থেকে ত্রিপুরায় ফিরছেন অ্যাম্বুলেন্সে

By thepongkor

April 28, 2020

মা-কে  চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন জম্পুজলার সমরেশ দেববর্মা। ৬ মার্চ গিয়েছিলেন চেন্নাইয়ে, আটকে পড়েছিলেন। এক লক্ষ আশি হাজার টাকায় এসে পৌঁছেছেন ত্রিপুরায়।

জম্পুইজলা ত্রিপুরার ছোট্ট একটি জনপদ।

মা সুখলতা দেববর্মাকে নিয়ে সমরেশ চেন্নাই থেকে রওয়ানা দিয়েছিলেন ২১ এপ্রিল, রবিবারে ফিরেছেন বাড়িতে।

আরও অ্যাম্বুলেন্সে আসছেন রোগী। তাদের পড়ছে দুই লাখ কুড়ি হাজার করে। অ্যাম্বুলেন্সের চাহিদা প্রচুর, তাই দামও বাড়ছে। ত্রিপুরার অনেকেই আটকে আছেন।

 

১৯ এপ্রিল চেন্নাই থেকে পাঁচজন চিকিৎসা শেষে ত্রিপুরায় ফিরেছিলেন একইভাবে। লকডাউনের সময়ে সেই প্রথম আগরতলায় শোনা গিয়েছিল অ্যাম্বুলেন্সে ফেরার কথা। তারপরে আরও। আসছেন আরও।