ত্রিপুরায় বাইরে থেকে যারা আসছেন তাদের জন্য কিছু নিয়ম করা হয়েছে।
রাজ্যে ঢোকার মুখেই চুরাইবাড়িতে দেখা হবে কোন্ কোন্ জায়গা হয়ে এসেছেন, কোথায় ছিলেন, ইত্যাদি।
যদি হটস্পট এলাকার যোগাযোগ থাকে, তবে তখনই তাদের পাঠানো হবে ধর্মনগরের ইনিস্টিটিউসনাল কোয়ারিন্টাইনে। লালা পরীক্ষা হবে। নেগেটিভ এলে, বাড়ি যেতে পারবেন, কিন্তু কোয়ারিন্টাইনে থাকতে হবে।
পজিটিভ হলে চিকিৎসা শুরু হয়ে যাবে।
যারা নন-হটস্পট এলাকা থেকে আসবেন তাদের হোম কোয়ারিন্টাইনে থাকতে হবে। সবারই থার্মাল স্ক্রিনিং করা হবে চুড়াইবাড়ি গেটেই। প্রতি পাঁচ জনের মধ্যে একজনের রেন্ডম টেস্ট হবে, বলেছেন স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার রাকেশ।
বিমান ও ট্রেন বন্ধ থাকায় এখন ত্রিপুরায় একমাত্র সড়কপথেই আসা যাচ্ছে। চুরাইবাড়ি, আসাম শেষ হয়ে ত্রিপুরা শুরু হওয়ার জায়গা, সেখানেই চেক গেট।
ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা
COMMENTS