প্ৰথম খবর

ত্রিপুরায় আসা অ্যাম্বুলেন্সের চালক কোভিড ওয়ান নাইন পজিটিভ

By Master

April 29, 2020

 

 

ত্রিপুরায় পাঁচজনকে নিয়ে চেন্নাই থেকে এসেছিল অ্যাম্বুলেন্স। ফিরে যাবার পথে পৌঁছে গেছেন পশ্চিমবঙ্গে। ত্রিপুরায় নমুনা রাখা হয়েছিল, কোভিড ওয়ান নাইন পজিটিভ এসেছে পরীক্ষার ফল এক চালকের। ত্রিপুরার স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার রাকেশ বলেছেন।

এসেছিলেন ২৭ এপ্রিল, ফিরে গেছেন ২৮ এপ্রিল। অ্যাম্বুলেন্সের একজন চালকই পজিটিভ, অন্যজন নেভেটিভ। যে পাঁচজন এসেছেন, তাদেরও ফলাফল নেগেটিভ। তবে তাদের কোয়ারান্টিনে নেয়া হচ্ছে। তিনজনকে ইতিমধ্যেই আনা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানানো হয়েছে। গাড়িটি শিলিগুড়িতে পৌঁছে গেছে বলে খবর।

গোমতী জেলার মহকুমা শাসক জানিয়েছেন, যে পাঁচজনকে নিয়ে এম্বুলেন্স এসেছিল,  তাদের তিনজন উদয়পুরের,দু’জন শান্তিরবাজারের।

ত্রিপুরায় প্রথম কোভিড ওয়ান নাইন রোগী উদয়পুরেরই ছিলেন।