ত্রিপুরায় কোভিড ওয়ান নাইন’র কারণে কোয়ারান্টাইনে আছেন ৭৬৯ জন। তাদের সবার পরীক্ষা হবে। দু’জনের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। দ্বিতীয় জনের কথা জানা গেছে গত সন্ধ্যায়। তার কাছাকাছি যারা এসেছেন, তাদের কোয়ারান্টাইনে নেয়া হচ্ছে, অন্তত ৩৫ জনকে নেয়া হয়েছে। দ্বিতীয় জন চাকরি করতে ত্রিপুরায় থাকেন। ১৮ মার্চ রাতে ট্রেনে পৌঁছান ধর্মনগরে, সেখানে একরাত কাটিয়ে পরদিন কাজে যোগ দেন। ছিলেন কোয়ারাইন্টাইনেও। তখন কোনও অসুস্থতা না থাকায়, তিনি কোয়ারাইন্টাইনের সময় কাটিয়ে বের হন। তিনি ট্রেনের যে কামড়ায় ছিলেন, সেই যাত্রীদের একজনের সংক্রমণ ধরা পড়ায়, অন্য সবার পরীক্ষা হয়, তখনই তার শরীরেও এই ভাইরাস পাওয়া গেছে। আগরতলার জিবিপি হাসপাতালে তাকে ভর্তি রাখা হয়েছে। ত্রিপুরার স্বাস্থ্য আধিকারিকরা এই তথ্য দিয়েছেন।