ত্রিপুরার আরও একজনের দেহে করোনা সংক্রমণের খবর মিলেছে। তিনি এখন দিল্লিতে আছেন। এক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপ দেববর্মা বলেছেন, ১৮ মার্চ ওই দিল্লি গেছেন। ২ এপ্রিল তার পরীক্ষা হয়, তিনি পজেটিভ। তার চিকিৎসা চলছে দিল্লিতেই। আগে ত্রিপুরার আরও দুই যুবক দিল্লি থেকে রাজস্থানে গেছেন, তারাও আক্রান্ত বলে সেই রাজ্য থেকে খবর এসেছে। এলন পর্যন্ত ত্রিপুরায় কোনও আক্রান্তের হদিশ পাওয়া যায়নি, পরীক্ষা হয়েছে মোট ২১৩ জনের। এখানে এখন পর্যন্ত ১০, ১৫২ জনকে কোয়ারান্টাইন করা হয়েছে। যার মধ্যে ৬,২০৫ জন তাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে পর্যবেক্ষণ সময় শেষ করেছেন।এখনও কোয়ারান্টাইনে আছেন ৩,৯৪৭ জন। ইনিস্টিটিউসনাল কোয়ারান্টাইনে আছেন ১১৪ জন, এবং বাড়িতে ৩,৮৩৩ জন।