প্ৰথম খবর

দিল্লি ফেরত কারও করোনা ভাইরাস নেই ত্রিপুরায়, তবে আবারও পরীক্ষা হবে। জিবিপি হাসপাতালে একসাথে চিকিৎসা পেতে পারেন ২০ জন।

By Master

April 02, 2020

ত্রিপুরায় দিল্লির একটি ধর্মীয় অনুষ্ঠান ফেরত যারা এসেছেন, সবার পরীক্ষা হয়েছে।, এখনও কেউ কোভিড-নাইন্টিন আক্রান্ত না। তিন দিন পর আবার পরীক্ষা হবে। ত্রিপুরার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র,আগরতলার জিবিপি হাসপাতালে একসাথে ২০ করোনা ভাইরাস আক্রান্তকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা আছে। আইসি ইউনিটও রয়েছে। আইজিএম হাসপাতালে ৫০ বেড রাখা হবে এই সংক্রমণের রোগীদের জন্য। ডাক্তার, নার্স এবং অন্যান্যদের নিয়ে টিম তৈরি রাখা হয়েছে, তারাই করোনা আক্রান্তদের চিকিৎসা করবেন। সাতদিন এভাবে কাজ করার পর তারা যাবেন ১৪ দিনের কোয়ারান্টাইনে। আসবে তখন দ্বিতীয় দলটি চিকিৎসায়, বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সকালে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রী এং তার প্রশাসনের প্রশংসা করেছে, বলেছেন মুখ্যমন্ত্রী।