প্ৰথম খবর

প্রতি দুই মিনিটে তিন মারা গেছেন করোনা ভাইরাসে

By Master

April 26, 2020

করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেল গোটা পৃথিবীতে। আক্রান্তের সংখ্যা ২৯ লাখের বেশি। ১১ মার্চ চিনের উহান প্রদেশে প্রথম করোনায় মৃত্যু হয়েছিল একজনের। তারপর থেকে ১০৭ দিনে মৃত্যুর সংখ্যা গিয়ে থেকেছে দুই লাখ চার হাজার। গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ১৯০০ লোক। প্রতি ঘণ্টায় ৮০ জন। প্রতি দু’মিনিটে তিনজন মানুষ মারা গেছেন বিশ্বে করোনায়। এই গ্রাফ ক্রমেই উপরের দিকে চড়ছে। মৃত্যু সংখ্যার দিক থেকে সবার উপরে আমেরিকা। ৫৪ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত মারা গেছেন সেদেছে। স্পেন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন এই চার ইউরোপীয় দেশেই মৃত্যুর মিছিল ২০ হাজারের বশি। ভারতে মৃত্যুর সংখ্যা আজ সকাল পর্যন্ত ৮২৪। আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের ছাড়িয়ে। কর্ণাটকে ১৩ মার্চ প্রথম একজন মারা গিয়েছিলেন করোনায়। গত ৪৫ দিনে গড়ে ১৮ জন করে মারা গেছেন এদেশে।