মড়ার ওপর খাঁড়ার ঘা !
দিন-এনে-দিন-খাই মানুষদের সারাবছরই জরুরী অবস্থা । এখন লকডাউনে কাজকর্মও নেই।ঝড়ে উড়িয়ে নিয়েছে ঘরের ছাউনি। করোনার ভয় ,এখন আবার রাতে শোবার জায়গা নেই। ত্রিপুরার সিপাহীজলা জেলার এক দিনমজুর বললেন, গেল বছরও একই অবস্থা হয়েছিল। এখন লকডাউন, সরাকার জানবে, কী দেবে আমাকে !
বিকালের সামান্য ঝড়েই নানাদিকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঘর নষ্ট হয়েছে। পরিবাহী তার ছিঁড়ে পড়েছে। শিলাবৃষ্টিতে গতকাল ফসল নষ্ট হয়েছিল।