প্ৰথম খবর

লকডাউন সময়ে চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক আছেন মানুষের পাশে

By thepongkor

April 07, 2020

হিমাংশু বয়সে এখনও প্রায় তরুণ। অন্তত প্রৌঢ় বলার সময় আসেনি। তবে এই বয়সেই তিনি ত্রিপুরায় সরকারি চাকরি থেকে ছাঁটাই হয়েছেন। ৩১ মার্চ থেকে তিনি আর শিক্ষক নন, মানে ওই যারা ‘১০৩২৩’ তাদের একজন তিনি।  এখনও কোনও প্রতিশ্রুতিই কাজে আসেনি। নিজের এই কঠিন সময়েও হিংমাশু দেববর্মা সামাজের  কঠিন সময়ে ঘরে মুখ লুকিয়ে নেই। লকডাউনে দিনমজুরি, বনের আলু এনে বিক্রি করা, ইত্যাদি রোজগার বন্ধ হয়ে থাকা ষাট পরিবারকে চাল, সাবান দিয়ে এসেছেন  বন্ধু  পরিমল দেববর্মাকে সাথে নিয়ে।

খোয়াইয়ের পুর্ব রাজনগর ভিলেজ কমিটির আথুক তৌয়াসা,পেট্রামুড়া,মাইনক গ্রামে  তারা খাবার বিলি করেছেন। মনোজ দেববর্মা এবং চিত্তরঞ্জ দেববর্মা, দুজনেই প্রধান শিক্ষক, এই কাজে টাকা দিয়ে সাহায্য করেছেন।