দেশ -পৃথিবী

সংবাদমাধ্যমের স্বাধীনতায় ভারত তিনধাপ নেমে ১৪৫ নম্বরে, আরএসএফ’র রিপোর্ট

By thepongkor

April 25, 2020

সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ভারত আগের তুলনায় আরও দু’ধাপ নেমে গিয়ে এখন ১৪২ নম্বরে মোট ১৮০ দেশের মধ্যে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ( বা রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স)   নামে ফ্রান্সের একটি সংস্থা তাদের বছরের রিপোর্টে লিখেছে। সারা বিশ্বেই সাংবাদিকদের ওপর আক্রমণ, ইত্যাদি এই সংস্থাটি নথিভুক্ত করে রাখে। সাংবাদিকদের স্বার্থে কথা বলে।

নরওয়ে আছে এক নম্বরে, এ নিয়ে পর পর চার বার।

‘দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স টু থাইস্যান্ড টুয়েন্টি’ রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশগুলির অবস্থা সুবিধার নয়।

বাংলাদেশ ১৫১ নম্বরে, পাকিস্থান ১৪৫, চীন ১৭৭।

সবার শেষে উত্তর কোরিয়া , ১৮০ নম্বরে।

২০১৯ সালে ভারতে কোনও সাংবাদিক খুন হননি, ২০১৮ সালে ছয়জন খুন হয়েছিলেন। সেইদিকে দেখতে গেলে, নিরাপত্তার দিক ভাল হয়েছে। কিন্তু ক্রমাগত সংবাদ মাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে, সাংবাদিকদের পুলিশি হেনস্তা, রাজনৈতিক কর্মীদের আক্রমণ, দুর্নীতিবাজ আধিকারিকদের কিংবা অপরাধীদের প্রতিশোধ নেয়া,ইত্যাদি আছেই।ভারতের তিনধাপ নেমে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, হিন্দুজাতীয়তাবাদী সরকারের লাইন মানার জন্য চাপ, রিপোর্টিতে বলা হয়েছে।