প্ৰথম খবর

‘১০৩২৩’ শিক্ষকদের একটি সংগঠনের নেতা বিমল সাহা লকডাউন শেষে ‘ পালটা জবাব’ দেয়ার কথা বলেছেন।

By thepongkor

April 25, 2020

‘১০৩২৩’ শিক্ষকদের একটি সংগঠনের নেতা বিমল সাহা লকডাউন শেষে ‘ পালটা জবাব’ দেয়ার কথা বলেছেন। সরকারের ঘোষণা দেয়া ৩৫ হাজার টাকার এককালীন অনুদান নিয়েও তার ক্ষোভ আছে। যে শিক্ষকরা মারা গেছেন, তাদের পরিবারকে সাহায্য করতে বলেছেন তিনি।

ত্রিপুরায় প্রচুর শিক্ষকের চাকরি চলে গেছে। মার্চ মাসে তারা রাস্তায় নেমে লাগাতর আন্দোলন করেছেন। সরকার বলেছে সুপ্রিম কোর্টের অনুমতি পেলে তাদের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নেয়া যাবে। রাজ্য সরকার যাদের চাকরি গেছে, তাদের প্রতিজনকে এককালীন ৩৫ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছে।