প্ৰথম খবর

অমিতের করোনা !

By thepongkor

May 02, 2020

অমিত মোদক বাচ্চাদের আঁকা শিখিয়ে সংসার চালান। দেড়মাস ধরে বন্ধ স্কুল, টান ধরেছে পকেটে, শিল্পের দায় ভুলে যাননি।

ত্রিপুরার রাজধানী আগরতলার শহরতলী যোগেন্দ্রনগর, সেখানেই অমিত বছর বত্রিশের অমিত। আরও অনেক কম বয়সে মিনিয়েচার বানিয়ে নজর কেড়েছিলেন তিনি।  পয়সায়, লাউ বিচিতে  দুর্গা মূর্তি করেছিলেন। সেসব জাতীয় স্তরে খবর হয়েছে।

করোনা কালে অমিত বানালেন ভাইরাস প্রতীক। শিল্পের দায় থেকেই করেছেন এটি।

তবে করোনা কালে শিল্পীর পেটে টান, স্কুল বন্ধ , বাচ্চারা আসতে পারছে না। সামান্য যা জমানো ছিল , প্রায় শেষ।