প্ৰথম খবর

লকডাউনে প্রথম যাত্রী বিমান আগরতলায়

By Master

May 29, 2020

লকডাউনে এই প্রথম যাত্রী  বিমান নামল আগরতলার এমবিবি বিমান বন্দরে।

সকাল সোয়া দশটা  একটি বিমান কলকাতা থেকে ১৬৭ জন যাত্রী নিয়ে আগরতলায় এসে, এগারটা পাঁচ মিনিটে ১৬৬ জন যাত্রী নিয়ে ফিরে গেছে।

এমবিবি বিমান বন্দরের স্টেশন ডিরেক্টর ভি  কে শেঠ বলেছেন, আগামীকালও একই সূচী,  আগরতলায় আসবে এবং ফিরে যাবে।  পরশু আসবে কিনা,  তার সূচী এখনও  পাওয়া যায়নি।

লকডাউন শুরু হবার পর কার্গো বিমান, চার্টার্ড ফ্লাইট এবং এয়ার এম্বুলেন্স নেমেছে আগরতলায়। ২৫  তারিখ থেকে সারা দেশে যাত্রী বিমান পরিষেবা শুরু হয়েছে,  সেদিন আগরতলায় ছয়টি বিমানের সূচী ছিল, কলকাতার  বিমান বন্দর ২৭ মে পর্যন্ত পরিষেবা বন্ধ রাখায় আগরতলায় বিমান চলাচল করেনি।

কলকাতায় ২৮ তারিখ পরিষেবা শুরু হলেও, তখন আগরতলার জন্য কোনও ফ্লাইট ধরা হয়নি।

আগরতলার বিমান পরিষেবা প্রায় সবটাইন  কলকাতার উপর নির্ভরশীল । কলকাতা হয়েই অধিকাংশ বিমান আগরতলায়  আসা-যাওয়া করে। আর এখন অন্য কোনও শহরের ফ্লাইট সূচীতে নেই। স্বাভাবিক সময়ে দিল্লি, গৌহাটি, ব্যাঙ্গালুরু, ইত্যাদি দু’একটি জায়গার সাথে এক-দু’টো সরাসরি ফ্লাইট ছিল।