প্ৰথম খবর

“ আমি প্রাজ্ঞ নই, সাধারণ রাজনৈতিক কর্মী”

By Master

May 15, 2020

ত্রিপুরার রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র রাধাচরণ দেববর্মা। মান্দাইয়ের ছোট গ্রাম থেকে দশ কিলোমিটার পায়ে হেঁটে হাইস্কুলে আসা কিশোর এখন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের প্রধান, মুখ্য নির্বাহী সদস্য। পঁচিশ বছর একটানা নির্বাচিত । ১৭ মে শেষ হচ্ছে এবারের নির্বাচিত পরিষদের মেয়াদ। নির্বাচন অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে করোনা’র কারণে। মুখ্য নির্বাহীর সরকারি আবাসের সাদামাটা ঘরে দ্য প্লুরাল কলম’র সাথে একটানা বলে গেলেন নানা রাজনৈতিক প্রেক্ষাপটে তার মতামত। জেলা পরিষদ এলাকাতেও গড়তে চেয়ে ছিলেন, নগর প্রশাসন। আপেক্ষ রয়ে গেছে তার। আশা, পরের নির্বাচিত পরিষদ তা করবে। সব জুমিয়া ঘর পাবেন। একসাথে সবাই হাত মিলিইয়েই আসবে উন্নতি। সমাজতন্ত্রই উত্তোরণের উপায়। রাধাচরণ বলেছেন। “ আমি প্রাজ্ঞ নই, সাধারণ রাজনৈতিক কর্মী,” শুরু করেছেন এইভাবে। ( এই খবরে দ্য প্লুরাল কলাম’র কোনও নিজস্ব মন্তব্য নেই)