ত্রিপুরার প্রাক্তন মুখ্যসচিব যশপাল সিং জামিনে মুক্ত হয়ে, তিনি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়ে এসেছেন। পশ্চিম ত্রিপুরার বিশেষ জেলা আদালত থেকে তিনি জামিন পেয়েছেন, বলেছেন তার আইনজীবীদের একজন মৃণাল কান্তি ভৌমিক। পাব্লিক ওয়ার্কস ডিপার্টমেন্ট-এ আর্থিক নয়ছয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল ফেব্রুয়ারিতে, উত্তরপ্রদেশ থেকে। একই মামলায় প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী এবং পিডব্লুডি’র মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক গ্রেফতার হয়ে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। তারা আগেই জামিন পেয়েছেন।