প্ৰথম খবর

জয় আমাদের হবেই!

By Master

May 15, 2020

কোয়ারান্টাইন থেকে বেরিয়ে এক ডাক্তার বললেন, “মানুষের জন্য কাজ করতে পেরে আমরা গর্বিত।” নাগাড়ে সাতদিন জিবিপি হাসপাতালের কোভিড ওয়ার্ডে থেকেই চিকিৎসা করেছেন কোভিড-ওয়ান নাইন আক্রান্তদের। আজ  ওয়ার্ড থেকে বেরনোর পর ডাক্তারদের  এবং নার্সদের  দু’সপ্তাহ কোয়ারান্টিনে থাকতে হবে। চিকিৎসকদের  একজন ছিলেন ডাক্তার প্রদীপ ভৌমিক। বলেছেন, “ভয় নেই। জয় আমাদের হবেই।”

আজ আগরতলার জিবিপি হাসপাতাল থেকে ছাড়া পেলেন ১৩ জন বিএসএফ জওয়ান। সব মিলিয়ে এখন পর্যন্ত ত্রিপুরায় করোনার  চিকিৎসা শেষ করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ জন। জিবিপি হাসপাতাল থেকে তের জনকে ছাড়া হয়, তখন হাসপাতালের চিকিৎসা কর্মীরা হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরায় এখন পর্যন্ত ১৫৬ জন কোভিড-ওয়ান নাইন পজিটিভ কেস মিলেছে।