প্ৰথম খবর

ত্রিপুরার গোমতী জেলায় এক পরিবারকে ঘর লকডাউন সময়ে উচ্ছেদের অভিযোগ

By thepongkor

May 01, 2020

ত্রিপুরার গোমতী জেলার পেরাতিয়াতে এক পরিবারের ঘর বন দফতর ভেঙে দিয়েছে বলে অভিযোগ।  গতকাল দুপুরে  এই অবস্থা।  ভাঙা ঘরের সামনে দাঁড়ানো ওই বাড়ির লোকজনের ছবি ঘুরছে সামাজিক মাধ্যমে। অনিতা মারাকের নামে পাট্টার কাগজ আছে।

বন দফতরের একাধিক আধিকারিককে এই নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, কেউ কিছুই বলেননি।

ডেইলি দেশের কথা পত্রিকা লিখেছে, বন দফতরের মতে পাট্টায় দেয়া জমি আর যেখানে ঘরটি ছিল, তা এক নয়।

সকালে গোমতী জেলার  শাসক টি কে দেবনাথ  বলেছেন, সকালে খবরের কাগজ দেখে বিষয়টি তিনি জানতে পারেছেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেছেন ডিএফও-কে।

রাতে জেলা শাসক বলেছেন, ডিএফও বিষয়টি তদন্ত করে দেখছেন। আগামীকাল রিপোর্ট পাবেন তিনি।

 

( ভিডিও গতকালের )