প্ৰথম খবর

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কবি প্রণাম অনুষ্ঠানে আগরতলায়

By thepongkor

May 08, 2020

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উদযাপনে আগরতলার রবীন্দ্র কাননে। কোভিড ওয়ান নাইন’র কারণে সংক্ষিপ্ত অনুষ্ঠানেই শেষ করেতে হয়েছে কবি প্রণাম। তিনি রবীন্দ্রনাথকে নিয়ে বলেছেন, বলেছেন করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে।