প্ৰথম খবর

ত্রিপুরার ‘১০৩২৩’ শিক্ষকরা চারটি দাবি নিয়ে ডেপুটেসন দিয়েছেন

By thepongkor

May 12, 2020

ত্রিপুরার ‘১০৩২৩’ শিক্ষকরা এক অংশ আগরতলায় বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে চারটি দাবি নিয়ে ডেপুটেসন দিয়েছেন। আরেক অংশ খোয়াই জেলার অন্তত দুইটি বিদ্যালয় পরিদর্শকের অফিসে ডেপুটেসন দিয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই শিক্ষকদের জন্য এককালীন পঁয়ত্রিশ হাজার টাকা এক্সগ্রেসিয়া ঘোষণা দিয়েছিলেন প্রায় একমাস আগে। সেই টাকা দেয়ার জন্য খোয়াই বিদ্যালয় পরিদর্শক একটি ডিক্লেয়ারেসন ফর্ম পূরণ করে জমা দিতে বলেছিলেন । তাতে শিক্ষকরা আপত্তি তোলেন।তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, এই শিক্ষকদের মধ্যে যারা মারা গেছেন, তাদের পরিবারের জন্য ব্যবস্থা করা, অসুস্থ শিক্ষকদের চিকিৎসার সব ভার নেয়া, ইত্যাদি।

আগরতলার ডেপুটেসনে শিক্ষকদের সাথে পুলিশের মত বিরোধ হয় সামান্য, পরে তারা ডেপুটেসন দিতে পেরেছেন।

শিক্ষকদের একজন জানিয়েছেন, তারা শিক্ষা অধিকর্তাকে বলেছেন, যে ডিক্লেয়ারেসন দেয়ার কথা বলা হয়েছে খোয়াইয়ে, সেটা করা যায় না। শিক্ষা অধিকর্তা সেই আদেশ বাতিল করিয়েছেন।

 

ত্রিপুরায় হাজার হাজার শিক্ষকের চাকরি চলে গেছে ৩১ মার্চ, শেষদিকে তারা চুক্তিবদ্ধ হিসেবে ছিলেন।