প্ৰথম খবর

ত্রিপুরায় আক্রান্ত আরও দশ!

By Master

May 29, 2020

ত্রিপুরায় আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। আজ পাওয়া গেল আরও দশ জনকে কোভিড-ওয়ান নাইন আক্রান্ত।

দশ জন মধ্যে আট জন এসেছেন বাংলাদেশ থেকে, এক জন এসেছেন গুরুগ্রাম থেকে এবং এক জন বিএসএফ ৮৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ান।

 

আজকেই কলকাতা থেকে যাত্রী বিমান আগরতলায় এসেছে।

 

সব মিলিয়ে ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা ২৫৪ । এখন যাদের পাওয়া যাচ্ছে তারা  প্রায় সবাই বাইরে থেকে এসেছেন।