প্ৰথম খবর

ত্রিপুরায় আক্রান্ত আরও দুই

By Master

May 19, 2020

ত্রিপুরায় কোভিড-উনিশ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৬৯। গতকাল রাতেও নতুন দুজন সংক্রমিত বলে জানাগেছে। মুখ্যমন্ত্রীই তার সামাজিক মাধ্যমে এ তথ্য দিয়েছিলেন। এ দুজনও বিএসএফ জওয়ান। ধলাই জেলার আমবাসাতে থাকা ৮৬ নম্বর ব্যাটালিয়নের। এই দুই বিএসএফ জওয়ানকে আজ দুপুরে আগরতলায় আনা হয়েছে। ভগত সিং যুব আবাসের কোভিড হেলথ সেন্তারে তাদের চিকিৎসা হচ্ছে।