প্ৰথম খবর

ত্রিপুরায় আরও ১৩ জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত ৪২

By Master

May 05, 2020

ত্রিপুরায় আরও ১৩ বিএসএফ জওয়ান করোনায় আক্রান্ত। তারাও বিএসএফ ১৩৮ ব্যাটেলিয়নের। মঙ্গলবার রাতে এখবর আসে। সব মিলিয়ে এখন রাজ্যে কোভিড-ওয়ান নাইন পেশেন্টের সংখ্যা ৪২। দুজন আগেই সুস্থ হয়ে ফিরে গেছেন ঘরে। বর্তমানে এক্টিভ রোগীর সংখ্যা ৪০। তাদের মধ্যে দুজন শিশু বাকি ৩৮ জনই বিএসএফের। চারদিন আগে শনিবার দুজন বিএসএফ জওয়ান আক্রান্ত হবার খবর এসেছিল। তারা ছিলেন ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জহরনগর ক্যাম্পের। তারপরই স্বাস্থ্য দপ্তর ঐ ক্যাম্পের জওয়ানদের টেস্ট করায়। গত পরশুদিন ১২ জন নতুন রোগীর খবর আসে। গতকাল পাওয়া যায় আরও ১৩। এবং আজকে মিলল তের নতুন আক্রান্তের খবর। মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যম থেকে তথ্য দিয়েছেন নতুন আক্রান্তদের বিষয়ে। আজকে বিকালে জিবিপিতে আনা হয় ১৩ করোনা আক্রান্তকে আমবাসা থেকে। ১৩ জনকে দুটি এম্বুলেন্সে করে ধলাই জেলার আমবাসার জহরনগর ক্যাম্প থেকে আনা হয়। মন্ত্রী রতন লাল নাথ সন্ধ্যায় বলেছেন ধলাই জেলা হাসপাতালের ৬০ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল তারা সবাই নেগেটিভ।