সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হল ত্রিপুরায়। পুরো লকডাউন সময়ে থাকবে চালু থাকবে এটি। তাছাড়াও সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত ১৪৪ ধারাও জারি থাকছে।
লকডাউনের তৃতীয় পক্ষের প্রথমদিনে বিলাতী মদের দোকানে ব্যাপক ভিড় ছিল। সেটা শুধু ত্রিপুরাতে নয়, সংবাদ সংস্থার খবরে ত্রিপুরার বাইরেও একই বিষয় দেখা গেছে।
দুই দফার লকডাউনের প্রায় সবটা সময়েই ত্রিপুরা মোটামুটি কোভিড সংক্রমণে তেমনভাবে আক্রান্ত হয়নি, পজিটিভ পাওয়া গিয়েছিল দু’জনকে। আর একজন অ্যাম্বুলেন্স গাড়ির চালকের নমুনা পজিটিভ ধরা পড়েছে,তবে সেই খবর জানতে জানতে তিনি পশ্চিমবঙ্গে চলে গিয়েছিলেন।
গত তিন/চারদিনে নতুন করে ২৭ জন কোভিড ওয়ান নাইন পজিটিভ পাওয়া গেছে। তারা সবাই বিএসএফ কর্মী ।